আমার কথা শোনার মতো কেউ নেই


                                স্মরণ
                                
                            ফয়সাল হোসেন




নিকশ কালো অন্ধকারে আমি,
সঙ্গে ডায়েরি আর খাতা
সঙ্গীহীনা এই মনে আছে যত কথা
তুমি রয়েছ কোন নগরে
এথায় আমি বড় একা।
...
রাত্রি যত গভীর হয়
মনে লাগে যেন তত ভয়
নগর নিস্তব্দ নিরালয়
একাকীত্বের এই আশ্রয়।
...
চারদিক হাজারো মানুষের হাহাকার
যার বেদনা তার তার
নেই কথা শোনার মতো কেউ
মৃত্যুর মিছিলের বাড়ছে ঢেউ।
...
অশ্রুজলে তৈরি হয় গঙ্গা
কি হচ্ছে চারদিক, নেই তার কোন সজ্ঞা
নিঃসঙ্গ্রতার বাড়ছে ঘোর
কমে গেছে আনন্দের শোর।
...
জানো! আমিও হয়ে গেছি একা
তুমি চলে যাওায়ায় পেয়েছি খুব ব্যথা
মুছে দিয়েছি বেদনা গুলো আনন্দের ছলে
লিখে যাচ্ছি লেখা গুলো, তোমার লেখা ডায়েরিতে
তুমি না বলেছিলে কিছু লেখা কথা বলে?
...

Comments

Popular posts from this blog

কবিতা : কবি

কবিতা : রূপের রাণী