কবিতা : কবি
কবি
লেখা : ফয়সাল হোসেন
আমি যে কবি
তোমায় কেমনে বলি
তোমার চোখের ঐ কাজলে
সাতরাঙা চোখের পালকের ঝলকানিতে
প্রতিবার’ই যেন হা করে চেয়ে থাকি
এক মুহূর্তের স্তব্দতায় পুরো ধরণী
যেন কল্প রাজ্যে হারিয়ে গেছি
মায়াময় আর্কষনী কে তুমি?
তোমায় ভালোবেসে যে ফেলেছি
এ কথা তোমায় কেমনে বলি
আমি যে কবি।
তোমার স্নিগ্ধতা মাখা তোমার রেশমি চুলে
ডুবে যাই যেন প্রতিবারে
হারিয়ে যাই অন্য এক সুখে
প্রেমে পড়ি পৃথিবীর সবচেয়ে দামি ঘ্রাণে
বালিকা?, আমি যে কবি?
তোমায় এ কথা কেমনে বলি।
তোমার মুক্তঝরা হাসির পানে
আমি চেয়ে থাকি নিজ আনমনে
আমি প্রেমে সমুদ্রে পাই না কেনো কুল
তোমার প্রেমে আমি হয়ে যাই বেকুল
আমি তা কিভাবে বলি,
আমি যে কবি।
তোমার কোমল রাঙা ঠোঁটে
আমি চাই নিজ ঠোঁট ডোবাতে
বুক ফাঁটে নিজের বদ্ধতার কারবারে
আমি পারি না বলিতে,
চাপা দেই নিজের আগ্রহরে
আবদ্ধ করি নিজ ইচ্ছাটারে
মেয়ে,
আমি কিভাবে বলি
আমি যে কবি।
বৃষ্টি পড়া বর্ষায়,
কুয়াশা মাখা শীতের খালি পা’য়
আমিও চাই,
হাতে হাত রেখে দু কদম চলতে
চোখে চোখ রেখে ভালোবাসার কথা টুকু বলতে
অদূর সীমান্ত রেখা দূরবর্তী যায়
সত্যি বলছি, মেয়ে মোর পরাণও তা চায়
আমি কিভাবে বলি
আমি যে কবি।
তোমার নগ্নতা পায়ে
আমিও চাই নুপুর পড়াতে
তুমি লজ্জাবতী তখনা একটু হেসে
যখন মুখ লুকাবে আপনা বুকে!
আমি কেন যেন করিতে পারি না এ কাজ
বাধা এই হাতে
পরক্ষণেই পড়ে মোর মনে
আমি যে কবি
তা কেমনে করি।
তোমার নিষ্পাপ ভঙ্গিমায় আমি
প্রতিবারি হই মুগ্ধ
ক্ষণে ক্ষণে হৃদয় আমার
তোমার প্রেমেতে দগ্ধ
তুমি রূপবতী-রূপপরি
তোমার প্রেমেতে যে আমি পড়ি
প্রতিবার’ই পড়ি
আমি তা কেমনে বলি
আমি যে কবি।
ফোনের ওপাশে এক গুচ্ছ শব্দ চাই পাঠাতে
মিছে মিছে কথা বলে
চাই তোমার হাসাতে
প্রেম সাগরেও চাই ভাসাতে
তবুও পারি না আমি বলতে
পারি না কোন কিছুতে
আমি কেমনে বলি
আমি ত কাব্য রচনাকর
নাম আমার কবি।
আমিও মেয়ে প্রেমে পড়ি
রঙিন স্বপ্নের মোহে ভাসি
হাতে হাত রেখে চলার স্বপ্ন দেখি
মিছে মিছে হাসাতে আমিও পারি
এগুলো আমার যায় না মানা
আমি করতে পারি না সবি
কেননা আমি হলাম ”কবি”..
Comments
Post a Comment