কবিতা : রূপের রাণী
:
উদ্যেশ্যহীন রাজ্যের কন্যা তুমি,
নীল নদের তীরে বাড়ি,
সাদা শাড়ি আলতা পায়ে,
তোমায় লেগেছিল ভারি।
.
শেষ বিকেলে নদীর তরে,
দাড়িয়েছিলে যে তুমি,
এলোমেলো চুলে,সূর্যের আলোয়,
দেখেছিলাম তোমায় আমি।
.
ছায়া মূর্তির মতো,
চুল গুলো উড়ছিলো বাতাসে,
গৌধুলির আলোটা যে পড়েছে তখন,
ঐ সাদা নীল আকাশে।
.
কাছে তোমার যেতে আমি,
হয়েগেছি যে দিওয়ানা,
তোমার মতো রূপের রাণী,
কেড়ে নিয়েছে আমার মনখানা।
.
হঠাৎ করে হেসে,
বললে যে, আমাকে,
কোথাকার হে তুমি,
আগে তো দেখি নে।
.
তোতলা মুখে তখন,
বলতে পারিনি আমি,
বলেছিলাম তখন তোমায়,
তুমি যে রূপের রাণী।
.
মুচকি হেসে, এলো চুলে,
হাতে কামর দিলে,
হঠাৎ করে সেখান থেকে,
উধাও কেনো হলে।
.
আর তো কভু দেখেনি তোমায়,
ওগো রূপের রাণী,
সেদিন ই কি হয়েছিলো শেষ,
অঙ্কের মিল খানি।
:
লেখা : ফয়সাল হোসেন
Comments
Post a Comment